রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির দায়ে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা ও তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

কুমিল্লায় বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে অসাধুপায় অবলম্বন করছে ফিলিং স্টেশনের মালিকরা। পর্যাপ্ত টাকা দিয়েও সঠিক পরিমাপে তেল পায় না গ্রাহকরা। এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পরিচালিত অভিযানে মেসার্স এস কে ফিলিং স্টেশনের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মেলে। তাই ডিসপেন্সিং ইউনিট দুইটি ডিটেইন বন্ধ করা হয় এবং ওই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনে অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। তাই ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কে এম হানিফ, সহকারী পরিচালক(মেট্রোলজি) পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি), মো. আরিফ উদ্দিন প্রিয় ও মো. হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত