শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিমের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাউজান থানাধীন গহিরার ফজলে করিমের গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

পুলিশ সুপার বলেন, রাউজানের গহিরার ফজলে করিমের বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলটি লাইসেন্স করা। বাকি অস্ত্রগুলো অবৈধ। এর আগে বৈধ অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে গেছে।

এর আগে ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে বিজিবির হাতে আটক হন ফজলে করিম। তিনি আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১০টি। এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়। নিরাপত্তার কারণে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয় বলে জানায় পুলিশ।

মঙ্গলবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। রাউজানে ইবাদতখানা ভাঙচুর, অগ্নিসংযোগের দুই মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের ঘটনায় পাঁচলাইশ ও চান্দগাঁও থানার দুই মামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক নুরুল আলম হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন আদালত।

ওইদিন আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন ডিম ছুড়ে মারেন। এ সময় তার ফাঁসির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। বর্তমানে রাউজান থানার এক মামলায় ফজলে করিমকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জেলা গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত