বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

শিল্পী আসিফের ডেরায়, হাসনাত-সার্জিস

নিউজ ডেস্ক:

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ডেরায় হাজির হয়েছিলেন ছাত্রজনতার অভ্যুত্থানের দুই নায়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে ছবি প্রকাশ করে দুই তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আসিফ।

সামাজিক মাধ্যমে দুই তরুণের সঙ্গে ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন, জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে জেন-জেড-এর পক্ষ থেকে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত ও মিডিয়া নিয়েও গল্প হলো। তারা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেটকাট ছেলে, সার্জিস আলম মৃদুভাষী।

আসিফ লিখেছেন, আমিও তাদেরকে আমাদের জেড-ফোর্স-এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্রজনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। জেড-ফোর্স-এর নভেম্বর বিপ্লব আর জেন-জেড-এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি রাজপথেও ছিলেন সক্রিয়। ছাত্রহত্যার প্রতিবাদে নিজের ছেলেকে নিয়েও তিনি হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গণআন্দোলনে লাখো জনতার জমায়েতে নিজের ছেলেকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেছিলেন, এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি- স্বৈরশাসকের পদত্যাগ চাই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত