শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, মোঃ সৌরভ হোসেন:
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ১০টায় লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
তারেক রহমানকে ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত কর্মী সভা আবুল কালাম বলেন, সকল নেতাকর্মীদের ৩১দফা মূখস্ত করতে হবে, রাষ্ট্র মেরামত কাঠামোতে এই ৩১ দফা গুরুত্বপূর্ণ ও বিজ্ঞান সম্মত, ৩১ দফার লক্ষ উদ্দেশ্য মানুষমানুষের মাঝে পৌঁছে দিতে হবে, প্রত্যাক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা ও ওয়ার্কশপ করে সচেতন গড়ে তুলতে হবে।
কর্মী সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব নূর হোসেন চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূর নবী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ডা.নূর উল্ল্যাহ রায়হান সহ উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ