শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।
সোমবার (৩ মার্চ) রাত ৯টা ৩০ মিনিট থেকে ৪ মার্চ ভোর ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা যাচাই করা হয়।
অভিযানের সময় উল্টোপথে চলাচল করা তিনটি মোটরসাইকেল, একটি সিএনজি, একটি হাইএস ও একটি ডাম্পারকে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।
এছাড়াও, একটি মাটি বোঝাই ট্রাক আটক করে সাময়িকভাবে থানায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হিসেবে ট্রাকটি এসি ল্যান্ড অফিসে হস্তান্তর করা হবে।
যৌথ চেকপোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রমের দৃঢ়তা প্রদর্শন করেছে, যা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।