শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক:
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা নিয়ে সবসময়ই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। সমর্থকরা ভাগ হয়ে যায় দু’ভাগে, যেখানে প্রিয় দলকে সমর্থন আর প্রতিপক্ষ দলকে নিয়ে মজা করতে দেখা যায় ভক্তদের। যদিও সাম্প্রতিক সময়ে বড় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই দলকে খুব একটা মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
উজবেকিস্তানে অনুষ্ঠিত ফিফা ফুটসাল বিশ্বকাপের ২৪টি দলের মধ্যে থেকে এবার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি মাঠে গড়াবে রোববার, ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায়। যা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ফুটসাল বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠে আসে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়। এখন তারা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
ফিফা ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, সেটি ছিল ২০১৬ সালে। তবে ২০২১ সালের আসরে তারা রানার্সআপ হয়। অন্যদিকে, এই ১০টি আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয়বারের মধ্যে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এবার জিতলে তারা ছয়বার চ্যাম্পিয়ন হয়ে ‘হেক্সা মিশন’ সম্পন্ন করবে।