শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

দ্বিতীয় দিনে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরন করলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক:

কুমিল্লায় মাসব্যাপী সুবিধাবঞ্চিতদের মাঝে ফ্রী ইফতার বিতরন করলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন।

সোমবার (৩ মার্চ) বিকেলে নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে দ্বিতীয় দিনে এতিম, অসহায়, দুস্থ, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনে ৫০০জন রোজাদারকে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন সু-শীল সমাজের প্রতিনিধিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজনকে ইতিবাচক ভাবে দেখছেন উদার মানসিক জনসাধারণ।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন ও সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য ফারুক হোসেন ও আরিফ হোসেন । অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আরিফ জামান প্রমুখ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো.মোসলেম উদ্দিন বলেন, এ বছর তৃতীয়বারের মতো প্রথম রমজানে আমাদের সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ শুরু করা হয়েছে। প্রতিদিন ৫০০জন রোজাদারকে ইফতার করানো হবে এই সংগঠনের পক্ষ থেকে।প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে। তিনি আরো বলেন, রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার বলেন, প্রতিবছর এ আমরা এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই আয়োজন করে থাকি। যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। সেজন্যই বিশেষ এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে কোন রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন । সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার আশ্বাসও দেন তিনি।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। এই মাহে রমজানে রোজাদারদের ইফতারে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য সিটি ফাউন্ডেশন এক ব্যাতিকক্রমী সুন্দর একটি আয়োজন করেছে। পুরো রমজান মাসে এ আয়োজন আমাদের অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত