বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের আদেশের জন্য এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। রোববার শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার আদেশের দিন নির্ধারণ করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি, যার শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করেন। হাইকোর্টের রায় প্রকাশের পর ২০১৯ সালে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

গত ৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল দুটি ওঠে। চেম্বার আদালত শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন। এরপর আপিল বিভাগে পৃথক লিভ টু আপিল শুনানির জন্য ওঠে।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী কায়সার কামাল, এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী আসিফ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, মো. রুহুল কুদ্দুস এবং আইনজীবী গাজী কামরুল ইসলাম, জাকির হোসেন ভূঁইয়া, মাকসুদ উল্লাহ প্রমুখও শুনানিতে অংশ নেন।

জয়নুল আবেদীন শুনানিতে বলেন, বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিলেও হাইকোর্ট তা বাড়িয়ে দশ বছর করেন। তিনি আরও যুক্তি দেন যে, হাইকোর্টের এ আদেশে আইনি ত্রুটি রয়েছে।

দুদকের আইনজীবী আসিফ হাসান মামলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ মামলায় টাকা আত্মসাতের কোনো প্রমাণ নেই, বরং ফান্ডটি মুভ হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে জমা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত