বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

নিউজ ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল প্রায় দুই ঘণ্টাব্যাপী সাব-রেজিস্ট্রারের অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এসময় সদ্য যোগদান করা উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুল ইসলামের সামনে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের বিষয়ে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষখোর দলিল লেখক সমিতি রয়েছে। দলিল লেখার সময় তারা যদি অতিরিক্ত টাকা চায় তখন আপনারা তাদের জুতা মারবেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসকে যদি তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাতে চায় তাহলে তাদের ঠিকানা দিল্লিতে হবে কি না জানি না। ঘুষ নিলে আমাদের জানাবেন আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো।

অভিযোগের বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পাণ্ডের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিবো না।

পাঁচবিবি উপজেলা (ভারপ্রাপ্ত) সাব-রেজিস্ট্রার কামরুল ইসলাম বলেন, ৫ মার্চ এখানে যোগদান করেছি। আজকে সমন্বয়করা হঠাৎ অতর্কিত আমার এজলাসে ঢুকে কর্মচারী ও দলিল লেখকদের সঙ্গে যে হেস্তনেস্ত করার চেষ্টা করেছে এটা সুষ্ঠু মস্তিষ্কে কেউ করতে পারে না।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত