বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরণ।
এসময় হিরণ মোল্লা বলেন, চৌদ্দগ্রামে দলীয় বিভেদ এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিভিন্ন পকেট কমিটি করা হচ্ছে। দলীয় ঐক্য না হলে চৌদ্দগ্রামে দলের ভবিষ্যত অন্ধকার। এমনকি দলীয় প্রার্থীর পরাজয়েরও শংকা আছে।
উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মোল্লা বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক একেএম শাহ আলম, আবুল কালাম আজাদ জালাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, যুগ্ম আহবায়ক হেলাল মোল্লা প্রমুখ।