শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

কুমিল্লা টাউন হল ও ঈদগাহ মাঠে ২৫ হাজার কর্মী নিয়ে সম্মেলন করবে কুমিল্লা মহানগর জামায়াত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

প্রায় ২৫ হাজার কর্মীর নিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল ও ঈদগাহ মাঠে কর্মী সম্মেলন করবে কুমিল্লা মহানগরী জামায়াত। প্রায় ১৯ বছর পর এ কর্মী সম্মেলন হচ্ছে। এ জন্য দলটির সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সম্মেলনে দলের আমীর ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি থাকবেন।

বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ১৯ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছে। সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন জোট সরকারের শিল্পমন্ত্রী ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী।

তিনি আরো বলেন, স্বৈরাচার হাছিনা সরকার মিথ্যা অজুহাতে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। একই ভাবে পৈশাচিক কায়দায় বিচারের নামে প্রহসনের মাধ্যমে তৎকালীন সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে ফাঁসির কাষ্টে হত্যা করে। কারাগারে বন্দি থাকা অবস্থায় বিনা চিকিৎসা ও নির্যাতনের শিকার হয় শহীদ হন জামায়াতের সাবেক আমীর ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম, ইসলামী স্কলার বিশ্ববরেণ্য আলেমে দ্বীন জামায়াতের নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (সাবেক এমপি) ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক নাজির আহমদ, মাওলানা আব্দুল খালেক মন্ডল।

সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আহত ও পঙ্গহয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রভূর কাছে দোয়া করছি।

এছাড়া বিজয়ের এ মাসে শ্রদ্ধার সাথে আরো স্বরণ করছি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার। দুঃখজনক হলেও সত্য ৫৩ বৎসরেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জাতির কাংখিত স্বপ্নের বাংলাদেশ গড়তে ২০২৪ এর ৫ আগষ্ঠ ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়।

তিনি বলেন, জগদ্দল পাথরের মত ফ্যাসিবাদ জাতির উপর চেপে বসেছিল। গণতন্ত্রকে তারা নস্যাৎ করেছিল, ফলে মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল। বিরোধী মতের মানুষ ও বিরোধী দলকে দমনে ব্যস্ত ছিল আওয়ামী স্বৈরাচার। জামায়াতসহ অন্যান্য বিরোধী দলকে রাজপথে মিছিল, মিটিং, শোভাযাত্রা সহ কোন কর্মসূচী পালন করতে দেয়নি আওয়ামী রেজিম।

তিনি বলেন, গত ২ ডিসেম্বর সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্থাপিত বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশন অফিসে উগ্রবাদী সংগঠন হিন্দু সংঘ সমিতির সদস্যরা সম্পূর্ণ অন্যায় ভাবে আক্রমণ চালিয়ে অফিস তছনছ করে ফেলেছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এহেন কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই। স্বাধীন দেশের দূতাবাসের যাবতীয় নিরাপত্তা বিধান করা ঐ দেশের সরকারের। এ ঘটনার বিরুদ্ধে রুখে দাড়াতে জাতীয় ঐক্য গড়া এখন সময়ের প্রয়োজন।

তিনি বলেন, আমাদের এই কর্মী সম্মেলন এক বিশাল জনসমুদ্রে রূপ নিবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সাধারণ মানুষ জামায়াতকে হৃদয়ে ধারণ করে। সে সকল মানুষও এই সভায় যোগ দিবে দলে দলে। এতে করে কর্মী সম্মেলন লোকে লোকারণ্য হয়ে টাউন হল মাঠ, কান্দিরপাড় ও আশপাশের এলাকা জনস্রোতে পরিণত হবে। মহিলা কর্মীদের জন্য রাখা হয়েছে ঈদগাহ মাঠ।

উল্লেখ্য আগামী ৬ ডিসেম্বর সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব ও চাকসুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দিন সরকার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মোঃ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লাসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত