সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ন্যায্যমূল্যের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়

নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামের একাধিক বাজারে ন্যায্যমূল্যের কাঁচাবাজার বসিয়েছে জামায়াত। বাজারের অন্যান্য দোকানের তুলনায় বিভিন্ন শাক-সবজির মুল্য ১০-২০ টাকা কম হওয়ায় এসব দোকানে ভিড় জমাচ্ছে সাধারন মানুষ।

উপজেলার শুভপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুন্সীরহাট বাজারে এবং মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বুধবার (৭ই নভেম্বর) খিরনশাল বাজারে কাঁচাবাজারের দোকান স্থাপন করে জামায়াত। প্রতিটি দোকানে একজন কর্মচারী ছাড়াও স্বেচ্ছায় শ্রম দিচ্ছে জামায়াতের অঙ্গসংগঠন যুব ফোরামের কর্মীরা।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বুধবার এবং বৃহস্পতিবারে জামায়াতের বসানো সবজি দোকানে টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, ফুলকপি প্রতিকেজি- ৫৫ টাকা, কাঁচামরিচ- ১২০ টাকা, ধনিয়াপাতা- ১৬০ টাকা, শসা- ৪০ টাকা, পটল- ৪৫ টাকা, শীম- ১১০ টাকা, ঢেড়শ- ৫৫ টাকা প্রতি কেজি। উল্লেখিত প্রতিটি শাকসবজি বাজারের অন্যান্য দোকানে ১০-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খিরনশাল কাঁচাবাজারের স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন, ১জন শ্রমিক নিয়ে ৬ই নভেম্বর পুরোদিন আমরা বিভিন্ন কাঁচা সবজি বিক্রি করেছি। পুরোদিন ক্রেতাদের প্রচুর ভিড় ছিল।

মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম বলেন, জামায়াতের সামাজিক কাজের অংশ হিসেবে আমরা মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে খিরনশাল বাজারে সবজির দোকান স্থাপন করি। ৬ই নভেম্বর বুধবার আমরা ৩৪ হাজার টাকা সবজি পাইকারী ক্রয় করি। উপরে উল্লেখিত দামে বিক্রি করেও ভালো লভ্যাংশ পাই। লভ্যাংশ থেকে একজন শ্রমিকের বেতন ও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ করি।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির এ সময়ে আমাদের এ কার্যক্রমে এলাকার সাধারন মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে। আমাদের এ কার্যক্রম প্রতি সপ্তাহে বাজারের দিন অর্থ্যাৎ ২দিন করে চলবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত