রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সুস্থ সংস্কৃতির ধারা এগিয়ে নিতে কাজ করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাস গ্রেফতার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

কুমিল্লায় বিএনপির বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় বিএনপির বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচিবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি।

কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হলে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ – ড্যাব কুমিল্লার সদস্যবৃন্দ। সকাল থেকেই চিকিৎসা সেবার বুথ থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। পাশাপাশি তারা পেয়েছেন বিনামূল্যে ঔষধ ও। কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার অনুষ্ঠানের সূচনা করেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে সাধারণ মানুষ ডায়বেটিস, চর্ম, নাক, কান, গলাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন। সকাল থেকে কুমিল্লা টাউন হলে নানান শ্রেণী পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন। ক্যাম্প থেকে কিছু কিছু রোগের ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

চাহিদা সম্পন্নরা কুমিল্লা টাউন হল মাঠের চিকিৎসা সেবা বুথ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে সেবা পেতে পারবেন। এই কর্মসূচিতে ড্যাব কুমিল্লা শাখার চিকিৎসকরা ছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নিচ্ছেন।

বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার জানান, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সেবা দিতে। যে কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও চালু হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে।

জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই কার্যক্রমের সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত