মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারী দিবসে সামনে রেখে সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন চাঁদপুরে মামা-মামির নির্যাতনের শিকার ভাগ্নি: পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার দোয়া মাহফিল নাটোরে টিসিবির পণ্য সংগ্রহের সময়ে সংঘর্ষ জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক আট মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সংকটে চাঁদপুরের ২২৮ সিএইচসিপি খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-জেলা ক্রীড়া সংস্থার কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় ২৩ বীর সেনা ক্যাম্পের দৃঢ় পদক্ষেপ

কিংফিসার রেস্টুরেন্টের সেপটিক ট্যাংকে মিললো বিদেশি মদ-বিয়ার

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় কিংফিসার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, মো.এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)। কিংফিসার রেস্টুরেন্ট ও বারের মালিক মো. মোক্তার হোসেন বিদেশে থাকায় পলাতক হিসেবে তাকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার কিংফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল মদ জব্দ করা হয়। এছাড়া ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, কিংফিসার রেস্টুরেন্টের অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া তারা উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্নকভাবে বিষিয়ে তুলেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেফতার করায় আনন্দ উল্লাস করেন স্থানীয়রা।

কিংফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বারের মালিক মো. মোক্তার হোসেন দেশের বাইরে থাকায় তাকে পলাতক হিসেবে এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত