রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেওয়ার অনুরোধ করেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটি বিশাল দেশ। একে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫, ৩০ বা ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেওয়া হবে, তা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য নেই।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। যদি কোনো দল নিষিদ্ধ হতে চায়, তবে সেটি জনগণের ভোটের মাধ্যমে হতে হবে। কিংবা পার্লামেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের জন্য এখনও বিপদ রয়ে গেছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এই মুহূর্তে আমাদের আর কোনো ধরনের বিপর্যয় সামলানোর শক্তি নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা এখন আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে। তবে, সেই নির্বাচন এখনও নিশ্চিত নয়। নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা উপযোগী করতে সংস্কার প্রয়োজন, যাতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়।