
নগরবাংলা নিউজ ডেস্ক।।
স্বাধীনতার মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে পঞ্চগড় জেলা পুলিশের লাইব্রেরী উদ্বোধন।
বুধবার (২৩ মার্চ) রংপুর রেঞ্জ,বাংলাদেশ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স পরিদর্শনকালে “শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া স্মৃতি লাইব্রেরী”
শুভ উদ্বোধন করেন।
লাইব্রেরীতে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে মুজিব কর্নার, বিভিন্ন বিখ্যাত লেখকের সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গ্রন্থ, বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ ও আইন বিষয়ক গ্রন্থসহ মহামূল্যবান গ্রন্থসমুহ।
এছাড়াও পাঠকদের পঠনের জন্য নিরিবিলি পরিবেশ।
লাইব্রেরী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ।