
মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
করোনাকালীন সময়ে বাড়িতে শিশুদের লেখাপড়া নিশ্চিতকরণে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির ভূমিকা শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আবদুল গাফফার সুমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব বাবুল চন্দ্র দেবনাথ। ম্যানেজিং কমিটির সভাপতি বক্তব্যে বলেন, প্রতিটি অভিভাবক নিজেদের ছেলে মেয়ের খোঁজ খবর রাখতে হবে।বাড়িতে লেখাপড়া না করিলে শিক্ষকদের কে অবগত করতে হবে। তিনি আরো বলেন গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের কে ভালো ফলাফল করার লক্ষে স্কুলে কোচিং এর ব্যবস্থা চালু করবো।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ সভাপতি মো বেলায়েত হোসেন, ইউপি সদস্য মো ইসমাইল হোসেন বাবুল, মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকারের সভাপতি, সেলিম জাহাঙ্গীর মজুমদার, অভিভাবক সদস্য এনামুল কবির, মহিলা বিদ্যুৎসাহী সদস্য মর্জিনা আক্তার মুন্নি, অভিভাবক সদস্য খাদিজা আক্তার, সহকারী শিক্ষক মো মনিরুল ইসলাম, মোসা রোকেয়া বেগম, ঝর্ণা বেগম, জরিনা আক্তার, রাশেদা আক্তার,মো সাইফুল ইসলাম, সহ অভিভাবক বৃন্দ।