
রাঙ্গামাটিঃ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্প্যোছড়ি নামক স্থানে ফলবাহী বোঝাই মিনি পিকআপ রাঙ্গামাটিতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুটের নিচে খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে ড্রাইভার সবুজ হোসেন নিহত হয় ও হেলপার গিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, চট্টগ্রাম হতে রাঙ্গামাটিতে আসার পথে ফলবাহী বোঝাইকৃত পিকআপটি দেপ্প্যোছড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে প্রায় ৩০০ ফুট গভীর নিচে খাদে পড়তে দেখা যায়।
এসময় স্থানীয়দের সহযোগিতায় নিহত ড্রাইভার সবুজ হোসেন ও বাকী দু`জনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাঃ শওকত আকবর ড্রাইভার সবুজ হোসেন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। আহত দু`জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন।
নিহত সবুজ হোসেনের বাড়ী রাঙ্গামাটির রিজার্ভ বাজার, গিয়াস উদ্দিনের পুরাতন বাসষ্টেশন ও রতন দাশের বাড়ী চট্টগ্রাম রাউজান উপজেলার ফকিরহাট এলাকায় জানা গেছে।