
ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দিনগত রাতে মহানগরীর বারেরা নিজাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি গুলি, একটি চাপাতি, পাঁচটি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরহাদ মিয়া (২৪), রফিকুল ইসলাম জয় (২৫), মো. সানি (২৩), সারোয়ার হোসেন শিপু (৩২), মো. মাসুদ মিয়া (৩০), মো. নবী হোসেন ২৫ শাহরিয়ার হোসেন রিফাত (২০)। তারা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দলটি নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের থানায় হস্তান্তর করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।