
মনোহরগঞ্জ প্রতিনিধি।।
” করোনা থেকে সাবধান মাস্ক পরলে সমাধান ” এ স্লোগানটি সামনে রেখে সারাদেশে ন্যয় বাংলাদেশ পুলিশ মনোহরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকাল দশ ঘটিকায় মনোহরগঞ্জ বাজারে র্যালীও আলোচনা মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভুইঁয়া। অনুষ্ঠানের শুরুতে মনোহরগঞ্জ বাজার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ ডাকবাংলোতে এসে শেষ করেন। এরপর মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজার,হাসনাবাদ বাজার সহ উপজেলা গুরুত্বপূর্ণ বাজার গুলোতে মাস্ক বিতরন করেন। এবং মানুষকে হ্যান্ড মাইক এর মাধ্যমে মাস্ক পড়ার জন্য উদ্বুদ্ধ করেন ।
এসময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি( তদন্ত) মাহাবুল কবির, এস আই রাজু,এস আই রবিন,এ এস আই, শামীম, এ এস আই দুলাল, নাজিম সহ আরো অনেকে।