
মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মেধাবী যজম দুই ভাইয়ের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটোরিকশা চালক বিল্লাল হোসেনের যমজ দুই ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
দারিদ্র পরিবারের মেধাবী দুই ভাইয়ের সাফল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা জেলা প্রশাসকের দৃষ্টি পড়ে।গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার মাধ্যমে মেধাবী দুই ভাইয়ের হাতে ২০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান । পাশাপাশি এই দুই ভাইয়ের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন এবং মেধাবী দুই ছেলের পিতা বিল্লাল হোসেন প্রমূখ। মেডিক্যাল ভর্তি সুযোগ পাওয়া যমজ দুই ছেলের পিতা মো বিল্লাল হোসেন বলেন, আমি কুমিল্লা জেলা প্রশাসকের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি সামান্য লেখাপড়া করেছি বলে অটোরিক্সা চালিয়ে জীবন যাপন করতে হচ্ছে।
কিন্তু আমার দুই ছেলেকে আমি মানুষের মত মানুষ করে গড়ে তুলবো বলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। তাই সবার সহযোগিতা ও দোয়া আমার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশা করি।