
রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ সংগ্রহ ও সংরক্ষণসহ নানান বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অধিদফতরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক (গবেষণাগার) প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে উত্তর সিটির টাউন হল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ পরীক্ষা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রণব কুমার প্রামাণিক।