
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক লিগের পূর্নাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে।পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানটি – সিনিয়র সহ সভাপতি জাতীয় শ্রমিক লীগ মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি জাতীয় শ্রমিক লীগ বুড়িচং মোঃ ওবায়দুল হক লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ -মাওলানা শেখ শাদী আবদুল্লাহ, ১ নং রাজাপুর ইউনিয়ন মেম্বার মোঃ আব্দুর রশিদ, জাতীয় শ্রমিক লিগের সিনিয়র সহ সভাপতি অনিল চন্দ্র কর্মকার, সহ সভাপতি আবদুল মান্নান মনা মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ বুড়িচং উপজেলা সহ সভাপতি জনাব গোলাম জিলানী, সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা জিএম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
নবনির্বাচিত কমিটির ঘোষণা করার সময় ওবায়দুল হক লিটন সহ অনেক গুরুত্বপূর্ণবক্তব্য রাখেন। কমিটি ঘোষণা শেষে চেতনায় বঙ্গবন্ধু বুড়িচং উপজেলায় পুষ্পস্তবক অর্পণ করেন শ্রমিক লিগের নবনির্বাচিত কমিটির সকল কর্মীবৃন্দ।
ওবায়দুল হক লিটন বলেন বুড়িচংয়ে শ্রমিকদের অত্যাচার চলবে না। বুড়িচংয়ের প্রতিটি শ্রমিক স্হানীয় রাজনীতিবিদ দ্বারা নির্যাতিত হচ্ছে। শ্রমিকদের উপর যারা অত্যাচার করে, গাড়ির মধ্যে লাঠি পিঠা করে তাদের বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
এ নির্যাতন থেকে শ্রমিকদের রক্ষা করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।