
নগরবাংলা নিউজ ডেস্ক।।
নীলফামারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মাজেদুল ইসলাম ওরফে মজিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৪ জুলাই) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. জিয়াউর রহমান জিয়া এসব তথ্য জানান।
তিনি বলেন, একজন বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী (১৯) নীলফামারীর জলঢাকা গোলনা এলাকায় তার পালক মা-বাবার সঙ্গে বসবাস করে আসছেন। তার মা-বাবা একটি দোকানে চা বিক্রি করেন।
নীলফামারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মাজেদুল ইসলাম ওরফে মজিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৪ প্রতিদিনের মতো ১৫ জুন সকালে তার মা-বাবা চা স্টলে চলে যান। দুপুরের পর ওই কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী মাজেদুল ইসলাম ধর্ষণ করেন।
একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার আশপাশের লোকজন জড়ো হলে মাজেদুল পালিয়ে যায়। গত ১৬ জুন এ ঘটনায় জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার শাহ আলী থানার রাইনখোলা কাঁচাবাজার এলাকা থেকে মাজেদুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।