
নগরবাংলা নিউজ ডেস্ক।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একটি রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে চারটি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন বিজিবির ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাংগার বিল রাবার বাগানে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি বিএসএ রাইফেল, একটি বিদেশি রাইফেল, একটি ব্যারাল ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করে।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে