
নগরবাংলা নিউজ ডেস্ক।।
বান্দরবানে অস্ত্রসহ পুলক কুমার অঞ্চঙ্গ্যা (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলক তঞ্চঙ্গ্যা বান্দরবান পৌরসভার ব্রিগেড এলাকার নাজিরাসেন তঞ্চঙ্গ্যার ছেলে।
রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সেনা জোনের নিয়মিত টহল দল অভিযান চালিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে পুলককে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও নগদ ৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অস্ত্রসহ এক যুবককে সেনাবাহিনী আটক করেছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।