
বরুড়া প্রতিনিধি।।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে বরুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
সভাপতিত্ব করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, কুমিল্লা এনএসআই’র যুগ্ম পরিচালক জি.এম আলিম উদ্দিন, র্যাব কুমিল্লা-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন আ’লীগের মেয়র প্রার্থী মো. বকতার হোসেন, বি.এনপি’র মেয়র প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. বাহাদুরুজ্জামান৷