
বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়নে দেশকে দুর্নীতিমুক্ত রাখা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
শনিবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মন্তব্য করেন।
এর আগে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, এডিসি আইসিটি ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।