
ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগ
শনিবার ২৪ এপ্রিল, দুপুরে শহরের শোভারামপুর এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে জেলা, শহর ও থানা ছাত্রলীলীগের নেতৃবৃন্দ এ ধান কাটায় অংশগ্রহন করেন।
এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ শোভারামপুর এলাকার দ্ররিদ্র কৃষক জাহিদ ব্যাপারীর জমিতে থাকা ১বিঘা ধান কেটে দেন তারা।
ধান কাটা শেষে ধান মাড়াই করে কৃষক জাহিদ ব্যাপারীর ঘরে ধান পৌছে দেন ছাত্রলীগবৃন্দ।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা ফরিদপুর জেলা ছাত্রলীগ কৃষকদের পাশে এসে দাড়িয়েছি।
তাছাড়া ফরিদপুর জেলার কৃষকেরা যেন শ্রমিক সংকটে ঘরে ধান তুলতে কষ্ট না হয় সেই লক্ষে আমরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাবো।