
আওয়ামী লীগ সরকারের টানা একযুগ পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে যুবলীগ।
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে থামিয়ে দিতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এবং উন্নয়নের অগ্রযাত্রার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন যুবলীগের প্রতিটি নেতাকর্মী তাদের জীবন বাজি রেখে শেখ হাসিনাকে রক্ষা করবেন।
দোয়া অনুষ্ঠানে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, হাবিবুর রহমান পবন প্রমুখ উপস্থিত ছিলেন।