
নিউজ ডেস্ক।।
পবিত্র রমজান মাস শুরু হবার পর থেকে প্রতিদিনই গরিব দুঃখী, অসহায় মানুষের জন্য ইফতার নিয়ে বসে যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে রমজানে রোজা রেখে খাদ্য কষ্টে না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগ ইফতার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল)যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে যশোর গাড়িখানা দলীয় কার্যালয়ের সামনে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, আরিফুল ইসলাম সাগর,রাজু রানা, কায়েস আহমেদ রিমু, রুহুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, আসাদুজ্জামান আসাদ, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, তানভীর আহমেদ রিয়েল, ফাহমিদ হুদা বিজয় প্রমুখ।