
জেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের ২য় দিনে উপজেলার ১০ ইউনয়নের ১৩২ জন গরীব ও অসহায়দের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে জন প্রতি ৫ কেজি চাল , ৫০০ গ্রাম করে ডাল ,বুট, আধা লিটার রুপচাদা সয়াবিন তেল, আলু ,৩ কেজি পেয়াজ ১ কেজি ও লবন ১ কেজি বিতরন করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। এ সময় ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।