
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। শান্তিপূর্ন ও প্রতিদ্বন্ধিতাপূর্ন নির্বাচনে প্রতিপক্ষ বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মূন্সীকে ৩৬ হাজার ৪শত ২২ ভোটের বিপুল ব্যাবধানে পরাজিত করেছে।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলতাফ হোসেন রাত ৮ টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন।
দেবিদ্বার উপজেলার মধ্যে একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নে মোট ১শ ১৪টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়।
নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসার ফোর্স সহ প্রায় সহ সহস্রাধীক আইনশৃংখলা বাহিনীর সদস্য কাজ করেছে।
দেবীদ্বার উপজেলা পরিষদ’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বী প্রার্থী ছিলো মোট ৪ জন। এর মধ্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৫ হাজার ৫ শত ৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র ধানেরশীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মূন্সী পেয়েছেন ৫৯ হাজার ১শত ৪২ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭ শত ৮১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতাকারী আব্দুল হক খোকন পেয়েছেন ৫শত ৫৩ ভোট।
উপজেলার ৩ লক্ষ ৩৭ হাজার ৫শত ২ ভোটারের মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ৪০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২ হাজার ১ শত ২৯ টি ভোট বাতিল হয়। ভোট প্রদারের হার ছিলো ৪৬.৮৬ %
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, নির্বাচনী এলাকায় ১শত ১৪ টি কেন্দ্রের কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।