২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দাউদকান্দিতে নগদ টাকাসহ ১৯ জুয়ারী আটক

১১৯
header

দাউদকান্দি প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জুয়া খেলার সামগ্রী (তাস) ও বিপুল পরিমান নগদ অর্থসহ এসব জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি সার্কেলে সদ‍্য যোগদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের উপর ভিক্তি করে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতুলী নামক গ্রামের আউলিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক সাথে ১৯ জুয়ারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৭৮ হাজার টাকা ও প্রচুর তাস উদ্ধার করে।

দীর্ঘদিন ধরে এখানে প্রতিরাতে বিভিন্ন জেলা থেকে আগত জুয়ারীরা আসর বসাতো বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

সদ‍্য যোগদানকারী এএসপি জুয়েল রানার নেতৃত্বে এ অভিযানকে যে কোনো অপরাধের বিরুদ্ধে তার জিরো টলারেন্স বার্তা হিসেবে দেখছেন এ এলাকার মানুষ।

আটকের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরর করা হয়েছে।

After Related Post