
করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ক্লিনিক থেকে টিকা নিয়েছেন তিনি।
এর আগে ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।
টিকা নেয়ার পর তিনি বলেন, ‘টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। কৃতজ্ঞতা রইলো প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামারিতে করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন।
এই সংসদ সদস্য আরও বলেন, ‘সিরাজগঞ্জবাসীর কাছে অনুরোধ ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্যসুরক্ষা মেনে চলুন। নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখুন।