
সৈয়দ বদরুদ্দোজা টিপ।।
আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান পরের পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তাহলে কি জিততে ভুলে গেল সাদাকালোরা? সমর্থকদের মনে যখন এই প্রশ্ন, তখনই ঐতিহ্যবাহী ক্লাবটি ফেরে জয়ে। বাংলাদেশ পুলিশকে হারিয়ে জয়ে ফেরা দলটি এখন মাঠে রীতিমত অপ্রতিরোধ্য।
পুলিশ ও ব্রাদার্সের পর এবার রহমতগঞ্জের বিপক্ষে জয় মোহামেডানের। টানা তিন জয়ে মোহামেডান উঠে গেছে পয়েন্ট টেবিলের পাঁচে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট এখনও প্রিমিয়ার লিগের শিরোপার মুখ না দেখা ক্লাবটি।
বুধবার হোমভেন্যু কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ২-০ গোলে হারিযেছে পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জকে। ম্যাচের তৃতীয় মিনিটে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে এবং ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে বদলি আমির হাকিম বাপ্পীর গোল মোহামেডানকে এনে দেয় সহজ জয়।
তৃতীয় মিনিটে রাজিব হোসেনের পাস থেকে গোল করেন সোলেমান দিয়াবাতে। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান নুরাতের পরিবর্তে আমির হাকিম বাপ্পীকে মাঠে নামান কোচ শন লিন। ইনজুরি সময়ে তার দেয়া গোলে জয়ের ব্যবধান বাড়ায় মোহামেডান।
রহমতগঞ্জের এটি চতুর্থ হার। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে পুরোনো ঢাকার দলটি।