২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারি গ্রেফতার

৪৭
header

টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৮ এপ্রিল) ভোরে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার এস এস যুব সংঘের ক্লাবঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), ওই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মইশা নন্দলাল গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুরটাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে মো. উসমান গনি (২৮), মৃত কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে রিফাত মিয়া (১৯), মো. ফজল বেপারীর ছেলে আ. রহমান (২৫), মৃত উমর আলীর ছেলে রানা মিয়া (২৬), মো. আবুল হোসেনের ছেলে ইমন মিয়া (২০), শ্রী দুলাল চুহাংগের ছেলে রিপন চুহাংগ (২০), মো. হযরত বেপারীর ছেলে আমিন মিয়া (২৪) এবং মো. আ. রাজ্জাকের ছেলে শাকিল মিয়া (২৮) ও মো. শাওন মিয়া (১৯)

টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান আরো জানান, পরিচালিত অভিযানে এক বান্ডেল তাস ও নগদ ১১ হাজার ৭৩০ টাকা পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা করা হয়েছে।

After Related Post