
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় মন্তব্য করেছেন কিছু নামসর্বস্ব সংগঠন জাতির পিতার ভাস্কর্য ভাঙতে সহযোগিতা করার চেষ্টা করছে। সেই সব সংগঠনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের আছে।
বুধবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় জয় বলেন, ছাত্রলীগের সুনাম দেখে একটি পক্ষের গা জ্বলে। ছাত্রলীগের সুনাম করলে তাদের মনে কষ্ট লাগে। অনেক নামসর্বস্ব সংগঠন নিয়ে ছাত্র সমাবেশ করে। অথচ তাদের ২০ জন নেতাকর্মীও নেই। যারা ছাত্র সংগঠন নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ বয়কট করেছে।