
নগরবাংলা নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের হাটহাজারীতে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- মো. জাহেদ (১৯) এবং মো. ইব্রাহীম (২০)।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে হাটহাজারী থানাধীন কলেজমাঠ এলাকা থেকে জাহেদকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেল সাড়ে ৪টায় ফটিকছড়ির বিবিরহাট এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহেদ হাটহাজারী থানাধীন চারিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ইব্রাহীম একই গ্রামের মৃত খায়রুল বশরের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত বুধবার (৩ আগস্ট) দুই অপহরণকারী প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বউবাজার আমতল এলাকায় নিয়ে যায়। এসময় ভিকটিম কৌশলে পালিয়ে পাশের একটি বাসায় আশ্রয় নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী কলেজমাঠ এলাকা থেকে জাহেদ এবং ফটিকছড়ির বিবির হাট এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেফতার করা হয়।
তাদেরকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।