
নগরবাংলা নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের ভুজপুর এলাকা থেকে আফিম ও ফেনসিডিলসহ মো. জয়নাল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জয়নাল ভুজপুর থানার অলিপুর গ্রামের মৃত আবু আহম্মদের ছেলে। তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল এবং ৫৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একজন মাদক কারবারি ভুজপুরের হেয়াকোঁ থেকে মাদকের একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশা করে হাটহাজারির দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নারায়ণহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এরপর মাদক আইনে মামলা দিয়ে তাকে ভুজপুর থানায় সোপর্দ করা হয়েছে।