
বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কৃষকরা পাকা ধান কাটার শ্রমিক না পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান জয় এবং সহ-সভাপতি তানজিদুল শিমুল এর নির্দেশে গৌরীপুর পৌর ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের বাড়ী পৌঁছে দিচ্ছে।
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকেই প্রচন্ড দাবদাহের মাঝেও উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের কৃষক ফজলুল হকের ২৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন গৌরীপুর পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ধান কাটায় অংশ নিয়েছেন, পৌর ছাত্রলীগ কর্মী ও শেখ রাসেল পরিষদ পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল হোসেন, পৌর ছাত্রলীগ কর্মী ও আওয়ামী ছাত্র পরিষদের পৌর শাখার সভাপতি শেখ জামাল হোসেন বিপ্লব, ছাত্রলীগ কর্মী সামি আহমদ, অনিক মিয়া, হীরা মিয়া, অন্তর মিয়াসহ আরো অনেকেই।
এ সময় আশিক মাহমুদ বলেন, এই দূর্যোগে অনেক কৃষক অসহায় হয়ে পড়েছে। তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী ধান কেটে সহায়তা করছি, এতে অন্তত তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।