২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুসিক কাউন্সিলর ও যুবলীগের যুগ্ন-আহবায়ক সাদীর জন্মদিন উদযাপিত

১৩৩
header

মো: মোতালেব হোসেন।

কুসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর আল আমিন সাদীর ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে৷ শুক্রবার মনোহরপুরের রাজনৈতিক কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন৷

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড সভাপতি শাহাজাদা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল হক, মহানগর মৎসজীবী লীগের আহবায়ক হাবিবুর সাকী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব হোসেন ও মহানগর মৎসজীবী লীগের সদস্য সচিব এইচ এম রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

After Related Post