
নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদরে গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের ছিনতাই প্রতিরোধী বিশেষ স্কোয়াড অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সরঞ্জামসহ ৪ জন ছিনতাইকারিকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় ছিনতাইয়ের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক কঠোর অভিযান চলছে। এরই ফলশ্রুতিতে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সদরের বউ বাজার এলাকা থেকে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ৩টি ছুরিসহ তাদের আটক করে।
ছিনতাইকারীরা হলেন নাঈম মিয়া, শাহ আলম, বাদশা মিয়া ও আরাফাত হোসেন । প্রত্যেক আসামীর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।