২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লা জেলাজুড়ে আজ করোনা শনাক্ত ৫৪ জনের, মৃত্যু ২ জনের

৩৬
header

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৬২৮ জনের।

শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৯ জনে। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন মহিলা। তারা হলেন- কুমিল্লা শহরের ১ জন ও ব্রাহ্মণপাড়ার ১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ২৪ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ১ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, চান্দিনায় ৫ জন, লাকসামে ৪ জন, বরুড়ায় ৪ জন, মনোহরগঞ্জে ৫ জন, আদর্শ সদরে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও নাঙ্গলকোটে ২ জন।

আজ করোনা থেকে ৩৫ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের বাসিন্দা। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩২৭ জন।

After Related Post