২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লায় ৪৮ দিনে এক টন মাদকদ্রব্য উদ্ধার; গ্রেফতার ৪১৫

১৫১
header

সৈয়দ বদরুদ্দোজা টিপু।।

কুমিল্লায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ দিনে এক টনের উপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৪১৫ জন কে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, কুমিল্লা জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহন করেছে। এরই অংশ হিসেবে মাত্র ৪৮ দিনে এক হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ ১ হাজার ৪৬ কেজি গাঁজা,১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা,৪ হাজার ৭০৫ বোতল ফেন্সিডিল,ও ৩১৭ লিটার দেশী মদ উদ্ধার করেছে। এই উদ্ধার অভিযানে গাঁজায় ২১৭ জনসহ মোট ৪১৫জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদকের বাজার মূল্য, ১ কোটি ৯২ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকা বলে তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে এ সময় গণমাধ্যমের কর্মীরা ছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

After Related Post