
নেকবর হোসেন।।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ ফরহাদ হোসেন(২৬)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।