২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লায় হলুদ রঙের তরমুজ চাষে বাজিমাত

৪২
header

সাইফুল ইসলাম ফয়সাল।।

সকাল গড়িয়ে দুপুর হলো।সূর্য ঠিক তখন মাথার উপর,কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বলরামপুর,গ্রামটি সীমান্তবর্তী এলাকা হলেও মনে হয় যেন কৃষিনির্ভর উত্তরবঙ্গের প্রচীনতম সুন্দর গ্রাম।

মৃদু রোদে দূর থেকে মনে হয় এ যেন একটি কৃষির জনপদ। শত শত একর জমিজুড়ে বিভিন্ন মৌসুমি শাকসবজি মাঠ। এ যেন এক কৃষির উর্বার ভূমি। গ্রাম জুড়ে এমন বৈচিত্র দেখতে স্থানীয় গণম্যাধ্যমকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে দর্শনার্থীরা।হলুদ তরমুজ কেমন এই নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের শেষ নেই।

সবুজের মাঝে তরমুজের ঝলকানিতে হলুদ রঙে ঝলমল করছে চারপাশ।পুরো এলাকায়জুড়ে এখন বইছে হলুদ তরমুজের সু-বাতাস।

After Related Post