
মোঃ মোতালেব হোসেন
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী কুমিল্লা মহানগরীর ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাযালয় সংলগ্নয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি , আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র ও ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোঃ সোহেল।
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী কুমিল্লা মহানগরীর ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের ২৪জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনেঃ ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দু উপস্থিত ছিলেন।