
সৈয়দ বদরুদ্দোজা টিপুর রিপোর্ট।।
জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার আয়োজনে বসন্ত উৎসব ১৪২৭ অনুষ্ঠিত হয়েছে। বসন্ত উৎসবে, কথা, কবিতা, সংগীত, নৃত্য, পিঠাপুলি সহ নানা আয়োজন।
সোমবার সন্ধা ৭টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলৗ চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক মোহাম্মদ নুরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক , পাপড়ি বসু, বশিরুল আনোয়ার, আবুল হাসনাত বাবুল, শাহজাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসনে কমকর্তা গন সহ আমন্ত্রণ অতিথি বন্দ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহতাব সোহেল।