
তৌহিদ খন্দকার তপু।।
কুমিল্লা পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, চলছে প্রচারণা কুমিল্লা পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়, চলছে প্রচারণা। এরই মধ্যে লাকসাম পৌরসভায় প্রতিদ্বন্দিতায় সকল পদে বীনা প্রতিদ্বন্দিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। গত সোমবার চৌদ্দগ্রাম ও বরুরা পৌর এলাকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতীক গ্রহন করে আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে।
দলীয় মনোনয়নে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক গ্রহন করে। বরুরা ও চৌদ্দগ্রাম দুটি পৌরসভায় ই আওয়ামীলীগ ও বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে।
আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানায়, এরই মধ্যে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সম্মিলিত ভাবে নির্বাচন সফল করতে মিটিং করেছি। আশাকরি আগামী ৩০ জানুয়ারী আচরনবিধি মেনে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারব।